দিনাজপুরে ওএমএস এর সরকারি চাল ও আটা বস্তা বদল করে বাজারে  বিক্রির প্রস্তুতিকালে এক টন আটা ও দেড় টন চাল জব্দ করেছে  জেলা খাদ্য নিয়ন্ত্রক ।
 সোমবার(১০ফেব্রুয়ারী) সকাল ১০টায় দিনাজপুর শহরের পটুয়াপাড়ায় মোঃ রানা নামে এক ব্যক্তির গোডাউনে অভিযান চালিয়ে গরীব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত ওএমএস এর চাল ও আটা জব্দ করা হয় ।
খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহফুজ আল আসাদ বলেন ওএমএস এর সরকারি চাল ও আটা খোলা বাজারে বিক্রির জন্য বস্তা বদল করা হচ্ছে গোপন সংবাদের এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তা ভর্তি এক টন আটা ও দেড় টন চাল জব্দ করি।তিনি এও বলেন এগুলো অসহায় গরীব মানুষের । রানা নামে সিন্ডিকেটের  এক সদস্য এই কাজটি করছিল।তবে সে কোন ওএমএস এর ডিলারের মাধ্যমে এগুলো সংগ্রহ করেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।গোডাউন মালিক মোঃ রানার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এই সিন্ডিকেটের মুল হোতাকে বের করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024