সাতক্ষীরার শ্যামনগরে উৎসর্গ সোসাইটির লেখক সংবর্ধনা অনুষ্ঠিত 


স্টাফ রিপোর্টার: এস এম তাজুল হাসান সাদ 


সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার লেখক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লেখক ও গুনিজনদের কাজের স্বীকৃতি ও প্রেরণা যোগাতে এবং দায়িত্বশীল আদর্শ সমাজ বিনির্মানে সেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ সোসাইটির আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সানবিমস কেজি স্কুলের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সোমবার, ১০ ফেব্রুয়ারী বিকাল ৪টায় উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালেশিয়ার পিএইচডি গবেষক হাফেজ মো: সালাহউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ইয়াছিন মাহমুদ প্রমুখ।


অনুষ্ঠানটিতে প্রবন্ধে গাজী নজরুল ইসলাম, সাহিত্য গবেষনায় কেরামত উল্লাহ, ছড়ায় মাহবুব বুলবুল, সম্পাদনায় মোহাম্মদ ইব্রাহিম বাহারী, কবিতায় গোলাম মোস্তফা, গীতিকাব্য ইশারুল ইসলাম ও অনুবাদে জাকির হুসাইনকে ক্রেস্ট ও সম্মাননা স্বারক তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। 

অনুষ্ঠানে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার লেখক, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের সৃজনশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসর্গ সোসাইটির পক্ষ থেকে আয়োজকরা এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024