জানি তবু পথ চেয়ে থাকি,

অসীম আঁধারে খুঁজি তোমারই আঁকি

 স্বপ্নে সাজানো দিনের মেলা যে ফাঁকা,

তবু হৃদয় বলে,

আসবে একা ।


আসবেনা বুঝেও অপেক্ষা করি,

তোমার ছোঁয়া ছাড়া দিন যে ভারি।

অবুঝ মন শুধু স্মৃতিতে ডুবে,

হারানো গান গায় অশ্রুর রঙ্গে।


আসবেনা তুমি, তবু বিশ্বাস করি,

তোমার ছায়ায় ভরবে জীবনজুড়ি।

তোমার হাতটি যেন পরশ পাথর

তোমার স্পর্শ যেনো মায়ার চাদর

তোমার স্মৃতি যেনো চির অমলিন। 



লেখক : সাদ বিন আহমেদ 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024