|
Date: 2025-02-11 20:40:48 |
সিরাজগঞ্জ পৌর পাইকারি সবজি বাজার। যেখানে ভোরের আলো ফোঁটার সাথে সাথে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে কৃষকরা তাদের জমিতে আবাদ করা সবজি এই বাজারে নিয়ে আসতে শুরু করে। ধীরে ধীরে কাচাঁ নানা ধরনের শাক, সবজিতে ভরে ওঠে পুরো বাজার। শুরু হয় কেনা বেচা। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখোরিত হয়ে ওঠে। শহরের সবচেয়ে বড় পৌর পাইকারি সবজির আড়ৎ এটি। সকাল থেকেই চলে জমজমাট বেচা-কেনা। এখানে দূরদূরান্ত থেকে ক্রেতারা ভিড় করেন টাটকা সবজি কিনতে। শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে সবজির দাম।
ভোর হতে না হতেই ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম সিরাজগঞ্জের সবচেয়ে বড় পৌর পাইকারি সবজির আড়ত। এখানে আলু, বেগুন, কাঁচা মরিচ, আদা, পেঁয়াজ, ফুলকপি,শশা, কাচঁকলা টমেটো সহ বিভিন্ন প্রকার শাকসবজি পাওয়া যায়।
পাইকার ব্যবসায়ীরা জানান, এই আড়ৎ থেকে পাইকারী দরে সবজি কিনে শহরের বড়বাজার, সহ বিভিন্ন বাজারে সবজি বিক্রি করে খুচরা ব্যাবসায়ীরা। সবজি ক্রেতা আব্দুল্লাহ জানান, কৃষকদের ফরমালিনমুক্ত টাটকা সবজি এখানে পাওয়া যায় এবং দামও কম সেজন্য আমরা প্রতিদিন এখানে বাজার করতে আসি।
আড়তদার সবুজ জানান, ভোর থেকে সাড়ে ১০ টার মধ্যে এখানে বেচাকেনা শেষ হয়। পৌর পাইকারি সবজির এই আড়তে ২২ টি দোকান রয়েছে। এখন সবজির দাম কম থাকায়
© Deshchitro 2024