|
Date: 2022-12-05 11:44:31 |
বিড়ালচোখী মেটাভার্স
- সাদেক আহমেদ
তুমি একটি বিড়ালচোখী মেটাভার্স; যাকে আমি ভালোবেসেছিলাম।
সহস্রকোটি বছরেও পাই নি যে চন্দ্রমুখীর দেখা;আজ চক্ষুষ্মানে তা বর্তমান।
চোখে রঙিন চশমা পরে বিশ্ব জগৎ ঘুরার মতও বেদনাময় ছিল না সে বিড়ালচোখী।
নীলাভ বাদামী সেই দুটি চোখের এত ক্ষমতা যে ;সোয়ার্জশিল্ড ব্যাসার্ধ পাড়ি দেওয়ার পরেও নিয়ে আসবে আমায়।
তাহার চুলের খোঁপার সামনে সৌরগ্রহন হতে বাধ্য।
তাহার রক্তজবাময় ওষ্ঠকোনের কসথেটাময় হাসিটা থামিয়ে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।
তাইতো ইচ্ছে নবীনের, একটিবার নিবে তাহার সান্নিধ্য।
চোখে পড়ে মেটাভার্স ছুঁতে যাই তোমায় ;
পাই নি গো পাই নি তাহার একটুখানি আশ!
কল্পনাতেও তোমায় ছুঁতে লাগে বড় ভয়;
তুমি তো আধুনিকতার সান্নিধ্য খোঁজাপ্রহরী
বিড়ালচোখী!
জানি,ছিল না কোন আবেগ সবই অলিক কল্পনার ভ্রম;
তবু বৃথা ইচ্ছে জানবার, ইলশেগুঁড়ি আবেগ ও কি ছিল না তোমার!
© Deshchitro 2024