আবুল হোসেন মডেল স্কুলের ১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রংপুর মহানগরের পাঠানপাড়া স্কুল সংলগ্ন মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
টেপামধুপুর গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক রেবেকা হকের সভাপতিত্বে ও আবুল হোসেন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধক ছিলেন রংপুর কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা হাফিজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মমদেল হোসেন সরকার, শফিকুল ইসলাম মিঠু ও মোসলেমা বেগম মেরী, রংপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকী লেবু, কেন্দ্রীয় বাসটার্মিনাল দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লিটন মিয়া, সাকসেস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজহারুল ইসলাম, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, ব্যবসায়ী জিল্লুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024