মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এ. এ. ফারুক, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা ক্যাম্প বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে সম্পন্ন হয়। এসময় প্রায় সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান, ১ শত ৭০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই, সাড়ে ৩ শত রোগীকে চশমা প্রদান ও ৬০ হাজার টাকার বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া আগত রোগীদের ফ্রি ডায়াবেটিস ও প্রেসার পরীক্ষা করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকরা। এসময় উপস্থিত ছিলেন লায়ন প্রফেসর ডা. এস. এ. ফারুক, লায়ন মঈন উদ্দিন মনি, মিরসরাই হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংবাদিক নাছির উদ্দিন প্রমুখ। ছানিপড়া রোগীদের ক্লিফটন গ্রুপের সৌজন্যে বিনামূল্যে অপারেশন করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024