নানা আয়োজনের মধ্যদিয়ে শান্তিগঞ্জ  উপজেলার ডুংরিয়া ঘরুয়া ইয়াংস্টার ৩য় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।  মাদককে না বলে তরুণ সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই মঙ্গলবার বিকেল ৩ টায় ঘরুয়া পূর্বের মাঠে এ টুর্নামেন্টের শুভ সূচনা হয়।  এতে প্রথম পুরস্কার হিসেবে আছে একটি ঘোড়া সমপরিমাণ ৩০ হাজার টাকা৷ দাতা লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম। দ্বিতীয় পুরস্কার পুরুস্কার হিসেবে থাকছে একটি ফ্রিজ সমপরিমাণ ২০ হাজার টাকা। দাতা হাসান এন্ড কামরুল ইতালি ও দুবাই প্রবাসী৷  খেলা পরিচালনা কমিটির সদস্য  কুহিনূর, জনি,এলেমান,সিরাজুল, হোসাইন, ফয়সল,জাহিদুর,কাইয়ুম, ও হেলাল সহ ইয়াং স্টার ফুটবল ক্লাব ঘরোয়া ও দেশ-বিদেশের সকল সদস্যবৃন্দ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024