বুধবার সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় অনুর্ধ্ব ১৬ বালক দের একদিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও  জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরে এলাহী।  এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিবির জেলা কোচ আব্দুল্লাহ আল মামুন,জেলা ক্রীড়া সংস্থার অফিস সচিব রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য আলামিন সেখ,শাহজাদপুর ক্রিকেট একাডেমির  কোচ জাহাঙ্গীর আলম ও উল্লাপাড়া উপজেলা ক্রিকেট একাডেমির কোচ হাবিবুল ইসলাম। 

দিনব্যাপী নকআউট পদ্ধতিতে ১৫ ওভারের এই ক্রিকেট প্রতিযোগিতায় চারটি দল  সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, দি সেন্টার ক্লাব,শাহজাদপুর উপজেলা ক্রিকেট একাডেমি ও উল্লাপাড়া ক্রিকেট একাডেমি অংশ নিচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024