সিলেটের স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল মাহমুদ তাহফিজুল কুরআন মাদ্রাসায় হিফয সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মাদ্রাসায় এই আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বরেণ্য ইসলামিক ব্যক্তিত্ব, উলামায়ে কেরাম, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল হাফিজদের পাগড়ি প্রদান ও সনদ বিতরণ। দীর্ঘ সাধনার পর পবিত্র কুরআন মুখস্থ সম্পন্ন করা শিক্ষার্থীদের মাথায় আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং তাঁদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। এসময় শিক্ষার্থীরা সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করা হয়েছে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হাফিজ মাওলানা তজম্মুল আমিন সাহেব বলেন, "একজন হাফিজ কেবল কুরআনের ধারক নন, বরং তিনি ইসলামের প্রচারকও। তাই কুরআনের শিক্ষা মুখস্থ রাখার পাশাপাশি তা জীবনেও বাস্তবায়ন করা উচিত।"


এছাড়া বিশিষ্ট আলেমগণ হাফিজ মাওলানা আহমদ সগীর বিন আমকুনী, মাওলানা আব্দুল আহাদ নুমানি, উস্তাদুল হুফফাজ হাফিজ জুনাইদ আহমদ, ইসলামিক শিক্ষার গুরুত্ব, হাফিজদের সমাজে ভূমিকা ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। 


অনুষ্ঠানে অভিভাবকরাও সন্তানের হিফয সম্পন্ন হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এক অভিভাবক বলেন,

"আমার সন্তান কুরআনের হাফিজ হয়েছে, এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। মাদ্রাসার শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ।"


এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতাগণ হাফিজ মাওলানা মুখলিছুর রহমান সাহেব, হাফিজ মাওলানা তোফায়েল আহমদ সাহেব, হাফিজ মাওলানা ফখর উদ্দিন সাহেব, হাফিজ মাওলানা মাশহুদ আহমদ সাহেব প্রমুখ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024