|
Date: 2025-02-13 16:28:51 |
অপারেশন ডেভিল হান্টে মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
কোস্ট গার্ড ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে পৌর শহরতলীর কানাইনগর এলাকা থেকে আওয়ামী লীগ নেতা সুলতান হাওলাদার (৫০) হাশেম ফকির (৪০) ও গৌতম মন্ডলকে (৩৫) আটক করে কোস্ট গার্ড। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।
এদিকে উপজেলার গোয়ালীরমেঠ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা শাহআলম (৪৫) ও আওয়ামী লীগ কর্মী মো. জসিমকে (২৭) আটক করেছে পুলিশ।
© Deshchitro 2024