মোংলার ইউএনও আফিয়া শারমিনকে আজকের মধ্যে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

গতকাল বুধবার নিজ কার্যালয়ে আওয়ামী লীগের চার ইউপি চেয়ারম্যানকে নিয়ে মিটিং করায় ইউএনও’র বিরুদ্ধে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। এ সময় ইউএনও আফিয়া শারমিনকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্ররা।

ইউএনওকে আজকের মধ্যে প্রত্যাহার করা না হলে উপজেলা পরিষদ ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন আন্দোলনকারী ছাত্র ও নাগরিক কমিটি। ঘটনাস্থালে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে নৌ বাহিনী ও পুলিশ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024