|
Date: 2025-02-13 20:34:04 |
কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি হিসেবে এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম আকরাম হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বসাক, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা পারভীন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, শাহিনুর রহমান আব্দুল আলিম, রাহুল কুমার মিস্ত্রী, রওনাকুজ্জামান রুমি, রোকনুজ জামান, শেখ রিয়াজ উদ্দীন, আব্দুল্যাহ আল হাসান, শেখ আহসানুল আলম লাভলু, আওছাফুর রহমান, আব্দুল গফফার সৈয়দ মোমেনুর রহমান, শিরিনা সুলতানাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ স্কাউট ও গার্লস স্কাউট এর আকর্ষণীয় প্যারেড এবং শিক্ষার্থীদের ৫ টি পিঠার স্টলে বিভিন্ন প্রকার পিঠা পরিদর্শন করেন।
© Deshchitro 2024