|
Date: 2025-02-13 21:12:10 |
জয়পুরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জয়পুরহাট সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর আলম সিদ্দিক।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় জয়পুরহাট প্রেসক্লাবের হলরুমে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৈজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা হয়।
এসময় বক্তব্য দেন, নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর আলম সিদ্দিক, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, রাশেদুজ্জামান রাশেদ, রেজাউল করিম রেজা, সোহেল আহমেদ লিও, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল মোমেন মুনি, শামীম কাদিরসহ অন্যান্যরা।
মতবাদ সভায় জয়পুরহাট থানাকে একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহায়তা চেয়ে নবাগত ওসি মোঃ নুর আলম সিদ্দিক বলেন, গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পণ। সমাজের উন্নয়নে ও আইনশৃংঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপুর্ন। তাই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সংবাদ আদান প্রদানে সমন্বয় আবশ্যক। সংবাদ প্রকাশে যে কোন ঘটনার তথ্য-উপাথ্য চাওয়ামাত্র পুলিশ কর্তৃক সাংবাদিকদেরকে দ্রুত সরবরাহ ও সার্বিক সহযোগিতা করা হবে।
© Deshchitro 2024