|
Date: 2022-12-05 14:09:52 |
আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম দীর্ঘ একমাস ১০ দিন আমেরিকা সফর শেষে এলাকায় প্রত্যাবর্তন করায় বিশায় পথ সভার আয়োজন করা হয়। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জনতা ব্যাংক মোড়ে এ পথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন শেষে সহস্রাধিক মোটর সাইকেল ও অন্য যানবাহন যোগে হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে সাতক্ষীরা আঃ রাজ্জাক পার্কে গমন করেন। সেখান থেকে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তাকে আশাশুনিতে নিয়ে আসা হয়। জনতা ব্যাংক চত্বরে পথ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চুর সঞ্চালনায় সভায় দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, কুল্যার আওয়ামীলীগ নেতা সাজ্জাদুল হক টিটল, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন, প্রাক্তন মেম্বার আ’লীগ নেতা ছোহরাব হোসেন, পরেশ অধিকারী, খোরশিদ আলম, রিপন, নুরুজ্জামান, বকুল গাজী, তৈয়বার রহমান, আনিছুর রহমান বাবলাসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে বুধহাটা ইউনিয়নবাসীর ভালোবাসায় সিক্ত হলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সোমবার সন্ধ্যায় বুধহাটা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমেরিকায় মাসাধিক কাল ভ্রমন শেষে এলাকায় গমন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন ইউডিনয়নবাসী। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন যোগে শত শত মোস্তাকিম প্রিয় মানুষ তাকে শুভেচ্ছা জানাতে সাতক্ষীরা রাজ্জাক পার্কে গমন করেন। সেখান থেকে মোটরসাইকেল বহর নিয়ে বুধহাটা বাজারে এসে পথসভায় মিলিত হয়। পথ সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান। উপজেলা আওয়ীমীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় সভায় বুধহাটা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ দাউদ হোসেন, জেলা পরিষদ সদস্য ডাঃ আব্দুল হাকিম, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক, আওয়ামীলীগ নেতা সাজ্জাদুল হক টিটুল, জাপা নেতা মনসুর আলী, বুধহাটা বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, সাধারণ সম্পাদক ফারুক ঢালী, যুবলীগ সভাপতি এজদান আলী, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ডালিম হোসেন সহ বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024