রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পাঁচ পদে মনোনয়ন ফরম কিনেছেন ২১জন প্রার্থী। প্রার্থীরা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লিটন পারভেজ, সদস্য ফজলুর রহমান বাদল, মইন উদ্দিন ও রাজিব চৌধুরীর কাছ থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন।

এদিন সভাপতি পদে দুইজন মনোনয় ফরম ক্রয় করেন। তারা হলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফছার আলী ও বর্তমান আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা।

সিনিয়র সহসভাপতি পদে তিনজন। তারা হলেন ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, শরিফ উদ্দিন ও মোবাইদুল ইসলাম আলম।

সাধারণ সম্পাদক পদে তিনজন। তারা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ ও জাকির আহমেদ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছয়জন। তারা হলেন আহম্মদ হোসেন, আব্দুর রাজ্জাক, আবু সায়েম রাসেল, আলমগীর কবির, আব্দুর রশিদ সরকার ও আবু সালেহ আহমেদ বাবলু।

সাংগঠনিক সম্পাদক পদে সাতজন। তারা হলেন জিয়াউর রহমান, আব্দুল মান্নান সরদার, আজাদ হোসেন সরকার, জুয়েল হোসেন মন্ডল, রবীন্দ্রনাথ লাহিড়ী, আব্দুস সালাম আজাদ জুয়েল ও আলাউদ্দিন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024