রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে জুলাই স্মারক গ্রন্থমেলা–২০২৫ । বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর ঘেসে উক্ত গ্রন্থমেলার আয়োজন করে তরুণ কলাম লেখক ফোরামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা।


গত ৯ ফেব্রুয়ারি (রবিবার) থেকে শুরু হওয়া উক্ত গ্রন্থমেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গ্রন্থমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, সেসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম ও তরুণ কলাম লেখক ফোরামের উপদেষ্টা  ড. আবু সালেহ মোহাম্মদ তোহা। 


এদিন লেখক আড্ডায় উপস্থিত হন, জনপ্রিয় কবি ও লেখক ড. মাহফুজুর রহমান আকন্দ। এছাড়াও বিশ্ববিদালয়ের নানান ছাত্র সঙ্গঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায় উক্ত গ্রন্থমেলায়।


এ বিষয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাবির সভাপতি জানান জুলাই গণুভ্যুত্থানকে স্মরনীয় করে রাখতেই ভাষার মাসে তাদের এ আয়োজন, এছড়াও তিনি শিক্ষার্থীদের অংশগ্রহনকে অত্যান্ত প্রেরণাদায়ক বলে জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024