" আমার পথ "

ইমতিয়াজ হক মামুন

◾◾◾


আমি যার কাছে যেমনই হই না কেন,

আমি আমার কাছে শ্রেষ্ঠ। 

আমি আমার কাছে পৃথিবীতে সবচেয়ে সুন্দর ব্যক্তি। 

কারণ আমার পথ আমার 'সত্য'

আমার পথ আমার 'বিবেক'।


যার মনে ভয়, সে অন্যকে ভয় পায়

যার মনে মিথ্যা, সে মিথ্যাকে ভয় পায়।

তাই নিজের সত্যকে জানা, নিজেকে চেনা। 


নিজের সত্যকে পথ প্রদর্শক বলে জানা

এইটা দম্ভ নয়,এইটা অহংকারও নয়

এইটা নিজের আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি।

যে পথ আমাকে প্রতারণা করে না।

সে পথ আমাকে আত্মানির্ভশীল হতে শেখায়।


প্রতিটা মানুষ তার নিজের কাছে নির্ভুল, 

আর এ জন্যেই মানুষ ভুল করে, 

কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে। 


তাই নিজের ভুলকে অকপটে স্বীকার করা

নিজের বিবেক দিয়ে বিচার করা,

নিজের সত্যকে সঠিকভাবে জানা

এইটা দম্ভ নয়,এইটা অহংকারও নয়

এইটা নিজের আত্মাকে পরিশুদ্ধ করার এক সহজ স্বীকারোক্তি।।।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024