|
Date: 2025-02-14 12:28:43 |
নীলফামারীর কিশোরগঞ্জে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার সিঙ্গেরগাড়ী হাজিরহাটে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো.সিদ্দিকুল আলম ( সিদ্দিক) এর সহযোগিতায় ১২০ জন হতদরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সদস্য সচিব রুবেল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফারুক হোসেন, সিঙ্গেরগাড়ীর রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, কোষাধ্যক্ষ একরামুল হক,বিশিষ্ট সমাজসেবক জমিদার খান ও মো: মোরছালিন ইসলাম প্রমূখ।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ কালে সাবেক এমপির অনুপস্থিতিতে সাবেক এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন রুবেল ইসলাম।
© Deshchitro 2024