চাইল্ড কেয়ার বাংলাদেশ'র ২০২৫-২০২৬ বর্ষের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মিরাজ উদ্দীন, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আরিফুল ইসলাম ইমন। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সহ-সাধারণ সম্পাদক হ্যাপি চৌধুরী,  সাংগঠনিক সম্পাদক সাদিয়া হায়দার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, অর্থ সম্পাদক ইমাম সম্রাট, সহ-অর্থ সম্পাদক ইয়ামিন হোসেন, দপ্তর সম্পাদক আবির, প্রচার সম্পাদক আইয়ুব, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মনি, ক্রীড়া সংস্কৃতিক সম্পাদক অপু, কার্যকরী সদস্য আদিয়ান পাল, মাসুমা, ঋষিতা, শিউলি ত্রিপুরা।
চাইল্ড কেয়ার বাংলাদেশ'র সভাপতি মিরাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইমন জানান, ২০২১ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। যাত্রা শুরু থেকে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই সংগঠন কাজ করে যাচ্ছে। বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ জামা উপহার, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপনসহ নানা কর্মসূচি পালন করে আসছে চাইল্ড কেয়ার বাংলাদেশ। আগামীর দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে সমাজের বিত্তশালীদের সহায়তা কামনা করছি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024