|
Date: 2025-02-15 13:04:19 |
উখিয়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগ ও মৎস্যজীবী লীগের দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ৷
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার পালংখালী ও হলদিয়াপালং ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার নাসির উদ্দিনের পুত্র তারেকুল ইসলাম প্রকাশ তারেক (২৬) ও হলদিয়াপালং ইউনিয়নের সিকদারপাড়া এলাকার শফিকুর রহমানের পুত্র মাহবুব আলম (৪১)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেইন জানান, তাদের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা ওয়ারেন্ট রয়েছে। যার ফলশ্রুতিতে তাদের গ্রেফতার করা হয়৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর উখিয়া থানা পুলিশ প্রতিদিন অভিযান পরিচালনা করছেন৷ এরআগেও আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ৫ জন ওয়ারেন্ট আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়
© Deshchitro 2024