|
Date: 2025-02-15 14:46:59 |
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বদরুল ইমাম মিল্টন খন্দকার (৩০) ও আওয়ামী লীগ নেতা মনছুর আলী (৫৫) কে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার বালারহাট বাজার থেকে মিল্টন খন্দকারকে এবং ফুলবাড়ী বাজার থেকে মনছুর আলীকে গ্রেফতার করে।
গ্রেফতার বদরুল ইমাম মিল্টন খন্দকার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি এবং উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের মজিবর রহমান খন্দকারের ছেলে। অন্যদিকে মনছুর আলী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলার চন্দ্রখানা গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃতরা আত্মগোপনে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা উপজেলার বালারহাট বাজারে ও ফুলবাড়ী বাজারে ঘোরাফেরা করছেন এমন গোপন সংবাদ পুলিশের কাছে আসে। তারা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন আশংকার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
© Deshchitro 2024