
অতি শীগ্রই বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু হবে।
ট্রেজার-প্রফেসর ড. এটিএম জাফরুল্লাহ আযম।
(বগুড়া থেকে মোঃ আশরাফুল ইসলাম)ঃ- সারা বাংলাদেশের উচ্চ শিক্ষা কার্যক্রম সহজ করার লক্ষ্য বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালু হবে বলে জানলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজার প্রফেসর ড. এটিএম জাফরুল্লাহ আযম। আজ শনিবার বেলা ১১ঘটিকার সময় বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার মাটিডালীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বগুড়া আঞ্চলিক কেন্দ্রের স্থান নির্ধারনের জন্য পরিদর্শন কমিটির বগুড়া পরির্দশন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বলেন ৫ই আগষ্ট ২০২৪ইং তারিখের পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোন বৈষম্য থাকবেনা। ৫ই আগষ্টের পূর্বে বগুড়া জেলার নাম শুনলেই কোন কাজ হতো না। বগুড়া জেলার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক বৈষম্য হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পূর্ন ভুমিতে আমরা একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কাজ করছি। প্রধান অতিথি বলেন আমি রাজশাহীর মানুষ, বগুড়াতে এ-ই প্রথম আসলাম,এখন থেকে নিয়মিত আসতে হবে। বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র চালুুর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানক সার্রক্ষনিক যোগাযোগ রাখছেন। পরিদর্শন কমিটির অন্যান্য সদস্যরা হলেন জনাব মোঃ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী (প্রকৌশল দপ্তর) জাতীয় বিশ্ববিদ্যালয়,পরিচালক মোঃ রফিকুল ইসলাম (ভারপ্রাপ্ত) (পরিবহন দপ্তর),
মোঃ মোসলেম উদ্দিন পরিচালক (এসেস্ট দপ্তর) জাতীয় বিশ্ববিদ্যালয়। আলোচনা সভার পূর্বে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে উপস্থিত সকল অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী প্রধান অতিথি ও সফর সঙ্গীদের ফুল দিয়ে বরন করেন। আলোচনা শেষে প্রধান অতিথি বগুড়া ডায়াবেটিস এন্ড স্বাস্থ্যসেবা হাসপাতালের একটি ভবন পরিদর্শন করেন।