|
Date: 2025-02-15 19:38:42 |
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মামুন হাশেমী দিপুর পিতা প্রয়াত আবুল হাশেম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সুযোগ্য সন্তান মামুন হাশেমী দিপুর ব্যাক্তিগত আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ আসর রহমতগঞ্জ পৌর কবরস্থান মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রয়াত আবুল হাশেম বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন রহমতগঞ্জ জামে মসজিদের পেস ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রশিদ।
এসময় দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য ও জয় টিভির স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক সালাউদ্দিন খান,জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিমেল তালুকদার তাশরীফ,সহ-সভাপতি সাজেদুল ইসলাম সবুজ,পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা এস এম তারেক রহমান,শহিদুল ইসলাম, আব্দুল কাদেরসহ ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। এছাড়াও আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী ও অত্র এলাকার মুসল্লিরা এসময় দোয়া মাহফিলে শরিক হন।
© Deshchitro 2024