ফাগুনের আগমনের সঙ্গে নিজের জীবনে নতুন বসন্তের খবর দিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) ২৭ বছর বয়সী জ্যোতি বলেন, আমি আগে থেকেই এনগেইজড, খুব শীঘ্রই বিয়ে করছি। তবে তিনি তার হবু জীবনসঙ্গী সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।


২০২২ সালে এক সাক্ষাৎকারে জ্যোতি বলেছিলেন, আমি কোনো ক্রিকেটারকে বিয়ে করব না। ক্রিকেটাররা খুব ব্যস্ত থাকে। আমি নিজেও ব্যস্ত থাকব। সেও যদি ব্যস্ত থাকে, তাহলে লাভ কী! একজনের তো ফ্রি থাকতে হবে। আবার বেশি ক্রিকেট বুঝলেও সমস্যা। জ্ঞান দেবে বেশি— এটা করো, ওটা করো। আমি চাই একজন সাধারণ মানুষ, যে আমার মা-বাবাকে সম্মান করবে।


নিগার সুলতানা জ্যোতি ২০১৫ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক করেন। এরপর এখন পর্যন্ত ৫৩ ম্যাচে ১ হাজার ৭৬ রান করেছেন। একই বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন তিনি। সর্বশেষ তিনি ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে মাঠে নেমেছিলেন।


সবমিলিয়ে ১০৯ আন্তর্জাতিক ম্যাচে তিনি ২৭.০২ গড়ে ২ হাজার ১৬২ রান করেছেন। অধিনায়ক হিসেবেও তিনি দলের অন্যতম ভরসা। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দলের অনুপ্রেরণাদায়ী নেতা হিসেবেও তিনি প্রশংসিত।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024