|
Date: 2025-02-16 16:24:09 |
লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রাম ও আবুরহাট সংকেত সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ রবিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই চক্ষু চিকিৎসা ক্যাম্প আবুরহাট উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়। এসময় প্রায় ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান, ১ শত রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই, শতাধিক রোগীকে চশমা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকরা। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর গভর্নর এডভাইজার ও মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা লায়ন তাহের আহ্ম্মদ, কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবুরহাট সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলিউল কবির ইকবাল, লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই'র পরিচালক লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর জোন চেয়ারপার্সন লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই'র পরিচালক লায়ন মঈন উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার, আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই'র সদস্য লায়ন শওকত আকবর সোহাগ, সংকেত সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলম, সমাজসেবক সাজেদ উল্ল্যাহ সেজু, আবদুল মান্নান, শেখ ফরিদ মানিক, মোহাম্মদ ঈসা, নাজমুল হোসেন, আজিজুল হক, মহি উদ্দিন, এনায়েত উল্ল্যাহ প্রমুখ। ক্যাম্পেইনে বিশেষভাবে সহযোগিতা করে আবুরহাট উচ্চ বিদ্যালয় স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা। ছানিপড়া রোগীদের ক্লিফটন গ্রুপের সৌজন্যে বিনামূল্যে অপারেশন করা হবে।
© Deshchitro 2024