রংপুরের পীরগাছায় ২০২৪-২৫ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কিসামত ঝিনিয়া গ্রামের সরিষা প্রদর্শনী কৃষক নছিব মিয়ার বাড়ির উঠানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অনন্তরাম ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বীজ ও বহিরাঙ্গন কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন পীরগাছা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সুলতানা রাজিয়া ও মো. রোকনুজ্জামান সহ কৃষাণ-কৃষাণী।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম সরিষার তেলের গুরুত্ব সম্পর্কে বলেন, সয়াবিন তেলে বিভিন্ন ধরণের ক্ষতিকর পদার্থ থাকে যা দেহের ক্ষতি করে। সেক্ষেত্রে ভেজাল তেল খাওয়ার চেয়ে আমরা যদি নিজেই সরিষা চাষ করে, নিজে তেল তৈরি করে খেতে পারি তাহলে আমাদের শরীরের জন্য ভালো। 
জেলা বীজ ও বহিরাঙ্গন কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, সরিষার অন্যান্য জাতের তুলনায় বারি সরিষা-১৪ জাতের তুলনামূলক উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা এই জাত চাষ করে লাভবান হচ্ছেন। আর সরিষা জাতের মধ্যে বর্তমানে সরিষার উচ্চ ফলনশীল জাত বারি সরিষা ১৪ খুবই জনপ্রিয়। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024