বানিয়াচংয়ে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার মদ জব্দ করেছে পুলিশ। এসময় ২ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হচ্ছে পূর্ব বাজুকা গ্রামের প্রতাকি রায়ের ছেলে প্রসেঞ্জিত রায় (২৭) ও উমেদনগর গ্রামের দরবেশ আলীর ছেলে আবুল কালাম (৫০)কে আটক করা হয়।
গত শবিবার রাত ২টায় উপজেলার ১১ নং মক্রমপুর ইউনিয়নের পূর্ব বাজুকা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ গোলাম মস্তোফার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৬৩ বোতল বিদেশি রয়েল স্টেজ ডিলাক্স উইস্কি (মদ) ও ১ টি অটোরিক্সা জব্দ করা হয়। আটককৃত ২জনকে নিয়মিত মামলায় আদালতে প্ররণ করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মস্তোফা গণমাধ্যমকে জানান, থানায় জনবল কম হলেও আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সচেষ্ট রয়েছি। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।