মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধিঃ-জামালপুর জেলা সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা মজিবর রহমান (৬০) ও কাউছার (৩) নাতীর দুজনের মৃত্যু হয়েছে।

 আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দার পাড়া গ্রামে এ মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কান্দারপাড়া গ্রামের মৃতঃ আলহাজ্ব হাওয়াজ আলী আাকন্দের ছেলে মজিবর রহমান (৬০) ও নাতী রাজু মিয়ার ছেলে কাউছার (৩)।

 মজিবর রহমান (৬০) মঙ্গলবার দুপুরে তার বাড়ীর পশ্চিমে বাড়ি থেকে টানা লাইনে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালাতে মজিবর রহমান ও তার নাতী কাউছার কে কাধে তুলে সেচপাম্প স্থলে যায়। সেখানে সেচপাম্প চালিয়ে বাড়ীতে আসার সময় নাতী কাউছার কে কাধে তুলে নেওয়ার সময় লীকেজ তারে স্পর্শে লেগে উভয়েই বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এ বিষয়টি  স্থানীয় লোকজন দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024