শেখ হাসিনাকে আন্তর্জাতিকমানের খুনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।


রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর আলীয়া মাদরাসা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।


বিএনপির এ নেতা বলেন, গণহত্যার জন্য আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনার পতন হবে জানতাম, তবে কতো রক্তের বিনিময়ে সেটা জানতাম না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কেননা সবখানে ফ্যাসিস্ট হাসিনার দোসরা বসে আছে।


বেশি সংস্কার সংস্কার বলে জনগণের দ্রব্যমূল্যের নাভিশ্বাস উঠাবেন না মন্তব্য করে তিনি আরও বলেন, আমরা স্পষ্ট বলতে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কোনো বাহানায় এটা বিলম্ব করবেন না।


সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলেছে। আবার অনেকে অনুপাতিক হারে নির্বাচনের দাবি করছেন। তাদের উদ্দেশ্য ভালো কি মন্দ তা বলতে চাই না। 


তবে এটুকু বলবো, যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চান, এদেশের রাজনীতিতে তাদের অনুপাত নেই। যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের মতলব কি সেটাও আগে জানতে হবে জানতে হবে। তারা কেন বিলম্বে নির্বাচন চায়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। এতে বিশেষ অতিথি ছিলেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি জয়নাল আবেদিন ভিপি, প্রধান বক্তা মাহবুবুর রহমান শামীম, ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, ভিপি হারুনুর রশিদ হারুন, বেলাল আহম্মেদ সাবেক এমপি রেহানা আক্তার রানু, আবদুল লতিফ জনি।


এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এদিন জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে মিজান ময়দানে জড়ো হন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024