|
Date: 2022-12-06 10:31:03 |
কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে ১৫ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশু শাওন মিয়া ওই এলাকার স্বাধীন মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্র জানা গেছে, পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরের পাড়ে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা শিশুটিক খোঁজাখুজির পর পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে এবং উদ্ধার করে দ্রুত রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম জানান, শিশুটিকে মৃত: অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে বাড়ীর পাশে পুকুরে শিশুটি পরে যায় বলে জেনেছি। পরে মৃতদেহ ভেসে উঠার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপকুমার সরকার জানান, শিশুটির পুকুরের পানিতে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
© Deshchitro 2024