|
Date: 2025-02-16 23:00:16 |
গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কার্যকর কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা কলেজে অনুষ্ঠিত এক সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশিকুল হক মিল্টন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান রাসেল, এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল প্রধান, অমিত হাসান, তামিম আকন্দসহ ১৩ জন।
এছাড়া, সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইমরান ফকির। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আশরাফুল ইসলাম। তাছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মৃধা সালেহসহ রয়েছে ৬ জন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়া সদস্যদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক জয়ন্ত সাহা,দপ্তর সম্পাদক সাজিদ সরকার, প্রচার সম্পাদক শিমুল।
গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটির ঘোষণা প্রসঙ্গে ছাত্র উপদেষ্টা ইমরান হোসেন শিশির বলেন, " আমি বিশ্বাস করি, নতুন কমিটির সদস্যরা এই পরিষদের কার্যক্রমকে আরও উন্নত করতে কাজ করবে। ছাত্রকল্যাণের উদ্দেশ্য কখনোই শুধুমাত্র এক পক্ষীয় নয়, বরং এটি ছাত্রদের সুরক্ষা, শিক্ষার উন্নয়ন এবং সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য কাজ করবে।"
তিনি নতুনদের প্রতি আস্থা রেখে আরো বলেন, "এই নতুন কমিটি গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদকে আরও শক্তিশালী করবে এবং ছাত্রদের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।"
নবনির্বাচিত সভাপতি আশিকুল হক মিল্টন বলেন,
"গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিত, নতুন কমিটি ছাত্রদের কল্যাণে কাজ করে তাদের সমস্যার সমাধান করবে এবং গাজীপুর জেলার ছাত্রদের সঠিক পথে পরিচালিত করবে। আমরা সবাই একযোগে কাজ করে এই পরিষদকে আরও শক্তিশালী এবং কার্যকরী করব।"
সাধারণ সম্পাদক ইমরান হোসেনও অঙ্গীকার করছেন ছাত্রদের নিয়ে কাজ করার। তিনি বলেন, "গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য আমি গর্বিত। আমাদের প্রধান লক্ষ্য হবে ছাত্রদের অধিকার রক্ষা এবং তাদের উন্নতির জন্য কাজ করা। আমি বিশ্বাস করি, নতুন কমিটি একত্রিত হয়ে গাজীপুর জেলার ছাত্রদের সেবায় সবসময় কার্যকরী ভূমিকা পালন করবে।"
© Deshchitro 2024