|
Date: 2025-02-17 18:46:42 |
কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে দুইজন আটক করা হয়েছে, আটককৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের মৃত আব্দুর রকিবের ছেলে মো: জাকির হোসেন (৪২) ও শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো: সাদ্দাম হোসেন (৩২)। গোপন সূত্রের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুুপুরে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, ‘দেশে চলমান “অপারেশন ডেভিল হান্ট” এর বিশেষ অভিযানে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ও শুভপুর ইউনিয়ন থেকে দুইজনকে আটক করা হয়েছে। দুইজনই আওয়ামী লীগের পদধারী ব্যক্তি। আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অপকর্মের সাথে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ রয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দুষ্কৃতিকারী ও অপকর্মের সাথে জড়িতদের গ্রেফতারে এমন অভিযান অব্যাহত থাকবে।’
© Deshchitro 2024