মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার  ইউনিয়নের লঘাটি গ্রামের বৃহত্তর লঘাটি শাহী ঈদগাহের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ১৭ ফেব্রুয়ারী) জোহরের নামাজের পর এই কাজের উদ্বোধন করা হয়। 


বৃহত্তর লঘাটি শাহী ঈদগাহ কমিটির সভাপতি আলহাজ্ব মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক মো. সামছুল এর সঞ্চালনায় কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানাডা প্রবাসী মো. আব্দুল জব্বার, মো. আব্দুল মালিক, সৌদি প্রবাসী মো. তোফায়েল আহমেদ, লন্ডন প্রবাসী ছালেহ আহমদ, কানাডা প্রবাসী তারেক আহমদ, কমিটির কোষাধ্যক্ষ মো.সাহাজান সিরাজ, সাংবাদিক মস্তফা উদ্দিন,কমিটির সদস্য মো.আকমল আলী, মো.শরিফ উদ্দিন, মো. সফির উদ্দিন, সোলেমান আহমদ বাদশা, মো. সমছ উদ্দিন, মো.মিজানুর রহমান। 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো.নুরুল ইসলাম (নুরই), আব্দুস শহিদ, মো.আতিকুর রহমান,আব্দুল কাদির আবু, হারিছ আলী (বেলাই), মজনু মিয়া, আব্দুল মন্নান, সাইরুল ইসলাম, সাব উদ্দিন, মো.জুবের আহমদ, সাইফুর রহমান (ডালিম),বাবর আলীসহ ভুমিদাতা গনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


সভায় বৃহত্তর লঘাটি গ্রামের মুরব্বিরা শাহী ঈদগাহের কাজে দেশে বিদেশে অবস্থানরত সবার আর্থিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ছাত্র-যুব সমাজ সহ সবার প্রতি অনুরোধ জানান। 

উদ্বোধন শেষে  ভুমি দাতা -মরহুম মো.তাহির আলী,মরহুম হাজী মো.ফাতির আলী মরহুম মো. তওয়াহিদ আলীসহ এলাকার এলাকার মুরদেগান ও দেশে- বিদেশে থাকা সকলের জন্য দোয়া করাহয়। 


মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুর রহমান সিদ্দিক।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024