বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :


ইসরায়েলের “উইজমান ইনস্টিটিউট অব সায়েন্স”-এর বিজ্ঞানীরা ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াই কৃত্রিম ভ্রূণ আবিষ্কার করেছেন। “অ্যাসিসটেড রিপ্রোডাকশন টেকনোলজি” পদ্ধতিতে গঠিত এই ধরনের ভ্রূণ পৃথিবীতে এই প্রথম। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই ঘটনা বিজ্ঞানের ইতিহাসে যুগান্তকারী মাইলফলক।


সোমবার (১ আগস্ট) এই গবেষণার বিবরণ প্রকাশ করেছে বিজ্ঞান পত্রিকা “সেল”। বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা কোনো রকম ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াই কেবল স্টেম সেল ব্যবহার করে ইঁদুরের ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়েছেন। তবে ইঁদুরের ক্ষেত্রে এমন ভ্রূণ তৈরি সম্ভব হলেও মানুষের ক্ষেত্রে তা অনেকটাই কঠিন।


বিজ্ঞানীরা আরও জানান, ভ্রূণ তৈরি হওয়া মানেই প্রাণীর জন্ম হওয়া নয়। এর জন্য রয়েছে দীর্ঘ এবং জটিল একটি পথ।


বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, ইঁদুরের স্টেম সেল একত্রিত করে ভ্রূণের প্রাথমিক আকৃতি দেওয়া যেতে পারে। সেখানে মস্তিষ্কের প্রাথমিক গঠন থেকে শুরু করে ও হৃৎস্পন্দনও থাকবে। গবেষণায় কিছু কোষকে রাসায়নিক দিয়ে প্রক্রিয়াজাত করা হয়, যা জেনেটিক প্রোগ্রাম চালু করে প্লাসেন্টা বা কুসুমের থলিতে পরিণত হয়। অন্য অঙ্গ ও টিস্যু ছাড়াই এই ভ্রূণ বিকাশ লাভ করে বলে গবেষণায় দেখা গেছে।


গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ স্টেম সেল ভ্রূণের মতো গঠন তৈরি করতে ব্যর্থ হয়েছে। তবে প্রায় ০.৫% স্টেম সেল মিলিত হয়ে ছোট বলের কারণ ধারণ করে। ওই বল থেকেই স্বতন্ত্র টিস্যু এবং অঙ্গের বিকাশ ঘটে।


এই গবেষণার ফলে প্রাণীর ওপর পরীক্ষা-নিরীক্ষার হার কমানো সম্ভব বলে মনে করছেন গবেষকরা। এছাড়াও এই গবেষণার মাধ্যমে মানুষের কোষ এবং টিস্যু প্রতিস্থাপনের জন্য নতুন পথ উন্মোচন করবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023