
হরতালের সমর্থনে বগুড়ায় আওয়ামীলীগের মশাল মিছিল ও আওয়ামীলীগের নেতাদের বাড়িতে হামলার অভিযোগ।
(বগুড়া থেকে মোঃ আশরাফুল ইসলাম) ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের মাস ব্যাপি অবৈধ ও অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলায় মঙ্গলবারের হরতালের সমর্থনে বগুড়া জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিল করেছে আওয়ামীলীগের নেতা কর্মীরা। মিছিলের পরপরই আওয়ামী লীগের তিন জনের বাড়ি ও দোকানে হামলা হয়েছে বলে জানা গেছে।
সোমবার রাত ৯টার দিকে মশাল মিছিল বের করা হয়। ধুনট উপজেলা সদরের বাজার এলাকা প্রদক্ষিণ করে মিছিল শেষ হতে না হতেই আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আওয়ামী নেতাকর্মীদের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পিছু হটে তিন জায়গায় হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, হরতালের সমর্থনে মশাল মিছিল করে আসার পর বিএনপির নেতাকর্মীরা তাদের তিন নেতার বাড়িঘর ও দোকানে হামলা চালান। পরে আওয়ামী লীগ কর্মীদের প্রতিরোধে তারা পিছু হটেন।
তবে হামলা-ভাঙচুরের কথা অস্বীকার করে ধুনট পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন বলেন, আওয়ামী লীগ মশাল মিছিল করার সময় জনতা তাদের প্রতিহত করে। কারও বাড়িতে হামলা হয়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল আলম বলেন, হরতালের সমর্থনে আওয়ামী লীগের লোকজন মশাল মিছিল করার চেষ্টা করেছিল। পরে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলার কোনো খবর আমার কাছে নেই। এখন পরিস্থিতি শান্ত।