ঐক্য, সেবা, প্রগতি ও সংস্কৃতি এই চারটি মৌলিক বিষয়কে প্রাধান্য দিয়ে চলা মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মিরসরাইয়ের প্রবাসীদের এই সংগঠনের কার্যকরী কমিটি (২০২৫-২০২৭) এর অভিষেক ও ৯ম বর্ষপূর্তি উদযাপন আগামী রবিবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। অভিষেক ও বর্ষপূর্তি অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের আজমান আল হেলিও আল শামসি ফার্মে আয়োজন করা হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে দুপুর ১২ টায় প্রীতি ভোজ, বিকাল ৩ টায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৫ টায় আলোচনা ও পুরস্কার বিতরন। মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের আহবায়ক ছালাহ উদ্দিন হেলাল ও সদস্য সচিব সাইফুল ইসলামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত হবে।

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাবেক সভাপতি নুরুল আলম বলেন, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত স্বচ্ছতা, ঐক্যবদ্ধতা, মানবিকতা, দান অনুদান ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘ ৯ বছর ধরে কাজ করে আসছে। তাই পুরো মিরসরাইবাসীর আস্থা ও নির্ভরতার ঠিকানা হয়ে উঠেছে সংগঠনটি। সমিতির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৩ ফেব্রুয়ারি বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হবে। এছাড়া একইদিন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৭ বর্ষের সভাপতি নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন আসিফ পরিষদের পূর্নাঙ্গ কমিটির অভিষেক হবে। অনুষ্ঠানে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সকল মিরসরাইবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024