মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা মালিপাড়া রামচন্দ্রপুর হাইস্কুলে এই ঘটনা ঘটেছে। 


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার মালিপাড়া রামচন্দ্রপুর হাইস্কুলে দুপুর ১:০০ঘটিকার সময় অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জান্নাতুল নাইম, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর, বগুড়া।


জানাযায়  মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত  স্কুলের ছাত্রীকে উত্ত্যক্ত ও ইভটিজিংরত অবস্থায় হাতে নাতে  ধৃত হোন দুই জন ইভটিজার। ইভটিজিং এর অপরাধে ধৃত আসামীদ্বয়কে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ নং ধারা পড়ে ও ব্যখ্যা করে শোনানো হয়। অপরাধীগণ তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত কর্তৃক ১ম আসামীকে  ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ২ (দুই) দিনের অতিরিক্ত বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । ২য় আসামীকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০/-(পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড অনাদায়ে আরো অতিরিক্ত ৩ (তিন)  দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামীগণ অর্থদন্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাকে অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত কারাদন্ড হতে অব্যাহতি দেয়া হয়েছে।


উক্ত অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন শাজাহানপুর থানার পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।


জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024