বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী সাউথ বেঙ্গল মডেল ইউনাইটেড নেশন ২০২২। এই কনফারেন্সটি আয়োজন করে বশেমুরবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা "BSMRSTU Global Affairs Council "।

উক্ত সম্মেলনে দেশের সুনামধন্য ৮টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা অংশ নেয়। গত ২ই ডিসেম্বর ও ৩ ডিসেম্বর আয়োজিত এই সম্মেলনের প্রথমদিনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ডঃ এ.কিউ.এম মাহবুব এর পক্ষ থেকে প্রক্টর ডঃ মোহাম্মদ কামরুজ্জামান। অন্য বিশ্ববিদ্যালয় হতে আগত সকল প্রতিনিধিদের তিনি স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সোলাইমান হোসেন (সহকারী অধ্যাপক একাউন্টিং বিভাগ), এমদাদুল হক (সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), ইমদাদুল হক সোহাগ ( প্রভাষক বায়োটেকনোলজি এবং জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগ), নিয়াজ আল হাসান (প্রভাষক ফিশারিস এবং মেরিন বায়োসাইন্স বিভাগ) ও বশেমুরবিপ্রবি গ্লোবাল এফেয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।

এই সম্মেলনে ৪টি কমিটি ছিল, United Nations Development Programme, United Nations Security Council, International Press, Specialized Committee for Bangladesh Affair।  অনুষ্ঠানের ২য় দিনের কার্যক্রম শুরু হয় সকাল ৯:৩০ মিনিটে এবং পুরো দিন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিকাল ৫টায় অফিশিয়াল ফটোসেশন অনুষ্ঠিত হয় ও ক্লোজিং প্লেনারিতে বিজয়ীদের মধ্যে পুরষ্কার, সকল প্রতিনিধিদের মধ্যে সনদ প্রদান ও প্রতিনিধিদের কাছ থেকে তাদের অনুভূতি জানার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বশেমুরবিপ্রবি গ্লোবাল এফেয়ার্স কাউন্সিলের সভাপতি সাইফুল ইসলাম সুমন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023