‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারী) বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন ও তার আশেপাশের এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ডোমার পৌরসভার সার্বিক সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মোহাম্মদ মিলন, সদস্য ওয়াহিদ ইসলাম শ্রাবণ, ছাত্র প্রতিনিধি মোঃ ইয়াছিন ইসলাম প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024