মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মাওলানা মো. আব্দুল মজিদ।  গত( ৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  সিলেট শিক্ষা বোর্ড বিদ্যালয় শাখার পরিদর্শক মো. মঈনুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন।সিলেট পর্যটন প্যাকেজ এডহক কমিটির সদস্য সচিব  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো. বেলাল উদ্দিন ও অভিভাবক সদস্য মো. নাজিম উদ্দিন।



এদিকে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি মাওলানা মো. আব্দুল মজিদকে হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেছেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, শিক্ষাবিদ মাওলানা মো. আব্দুল মজিদ নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি উত্তর গ্রামে মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৪৭ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করেন। সেখান থেকে দাখিল পাশ করে ১৯৫৯ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে ১৯৬৩ সালে আলিম (ইন্টারমিডিয়েট), ১৯৬৬ সালে ফাজিল (ডিগ্রি) করেন। পরবর্তীতে ১৯৬৮ সালে কামিল (মাস্টার্স) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফলতার সাথে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলার পাশাপাশি  ইংরেজি, আরবি এবং ফার্সি ভাষার উপর দক্ষতা অর্জন করেন।১৯৬৯ সালে  সিলেটের গোটাটিকর দাখিল মাদ্রাসায় প্রথম শিক্ষকতা জীবন শুরু করেন। সেখান থেকে পরে ১৯৭০ সালে সিলেটের মংলা বাজার হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সহকারি সিনিয়র শিক্ষক হিসাবে যোগ দেন। ১৯৭২ সালে বড়লেখার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষকতা করেন। ১৯৭৪ সালে বিহাইডর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন করেন। ১৯৯৪ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান। একই বছরে বর্ণি ইউনিয়নের রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি বদলি হন। ১৯৯৫ সালে আবার তিনি বিহাইডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসাবে শিক্ষক হিসাবে দায়িত্ব পান এবং ২০০৪ সালের ১ নভেম্বর অবসরে যান। গুণী এই মানুষ শিক্ষকতার পাশাপাশি ৪১ বছর বিহাইডর জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024