মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কুয়েটে ছাত্রদল কতৃক সাধারণ শিক্ষার্থীদের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে  মশাল ও বিক্ষোভ মিছিল করেছে  তিতুমীর কলেজের শিক্ষার্থীরা । 

আজ সারাদিন শিক্ষার্থী ও ছাত্রদলের  দুইপক্ষের ব্যাপক সংঘর্ষের কারণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় রাজধানীর 'তিতুমীর শিক্ষার্থীরা কলেজের মুলফটকে স্লোগান দিতে থাকে ‘আমার ভাই আহত কেন-প্রশাসন জবাব চাই’, ‘কুয়েটে হামলা কেন-প্রশাসন জবাব চাই’ ‘ তিতুমীরের এ্যাকশন - ডাইরেক এ্যাকশন’, ‘শিক্ষা  সন্ত্রাস - একসাথে চলবে না, ‘যেই হাত  ছাত্র মারে- সেই হাত ভেঙে দাও‘ গুড়িয়ে দাও।


বিক্ষোভের একাংশে শিক্ষার্থীদের বলেন, "আমরা দেশের প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা সব সময় ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব  কুয়েটে ছাত্রলীগের মতো সন্ত্রাসী স্টাইলে সাধারণ শিক্ষার্থীদের উপর বেপরোয়া ভাবে হামলা করা হয়েছে , যাতে অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে রয়েছে ৫০ জনের বেশি এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক ।


ইতিমধ্যে হামলাকারীদের চিহিৃত করার চেষ্টা চলছে, খুব তাড়াতাড়ি আইনীব্যবস্থা গ্রহণ করা হবে ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024