|
Date: 2025-02-18 23:15:20 |
সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে ঘোনা ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয় থেকে সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে আটক করে। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়।
গত ১৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা মোড়ে চেয়ারম্যান আব্দুল কাদেরসহ এজাহারনামীয় ৭৬ জন এবং অজ্ঞাতনামা ১৪০/১৫০ জন নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে আগুন জ্বালিয়ে অর্ন্তঘাতমূলক কার্যকলাপের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ঢালীপাড়ার মোঃ আব্দুল করিম সরদারের ছেলে মোঃ আলাউল ইসলামের দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024