সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ জেল ভেঙে পলাতক আসামী মোঃ সবুজ (২৩) কে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার পৌর সদরের মাজাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তিনি একই এলাকার জহুরুল হকের ছেলে। এছাড়া সোমবার রাত ও মঙ্গলবার সকালে ভিন্ন দু’টি মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করে শ্যামনগর থানা পুলিশ।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান গত ৫ আগষ্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়েছিলেন সবুজ। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সবুজ এর কারাগারের হাজতি নম্বর ছিল ২২১০/২৪। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এলাকার অপরাধীদের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তার আহবান জানান।


পুলিশ সুত্র আরও জানায় সোমবার রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের রাশিদুল গাইন (৩৫) ও আশাকুল গাইন (২৭) কে গ্রেপ্তার করা হয়। জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় প্রতিপক্ষের মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা একই গ্রামের শোকর আলী গাইনের ছেলে।


এদিকে চলমান ডেভিল হান্ট অপারেশন এর অংশ হিসেবে শ্যামনগর থানা আব্দুর রশিদ (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করে সোমবার রাতে। তিনি উপজেলার পাশ্বেমারী গ্রামের মৃত আব্দুর রহমান গাজীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি। তাকে গত ২৯ নভেম্বর উপজেলার গাবুরায় সংঘটিত বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024