সাতক্ষীরায় গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক যুবককে নির্মম নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। অপমান সহ্য করতে না পেরে ওই যুবক আত্মহত্যার চেষ্টা চালায়। বর্তমানে সে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকায় গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবক গফ্ফার (২২), পিতা শফিকুল ইসলাম, দিনমজুর হিসেবে কাজ করতেন এবং তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামি আনছার আলী (৪৫), তার স্ত্রী শিলা খাতুন (৪০) এবং মাসুদ (২০) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মিলে গফ্ফারকে গরু চুরির অভিযোগে স্টেডিয়ামের পেছনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে শিলা খাতুন গফ্ফারের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্বাক্ষী বিল্লাল হোসেন (২৬) এবং মোঃ কিনা (৩৫) জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা গফ্ফারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। এরপর আসামিরা তাকে ‘গরু চোর’ বলে প্রচার চালায় এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে তোলে।

অপমান সহ্য করতে না পেরে ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে গফ্ফার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে তার মা ফতেমা বেগম (৩৯) স্থানীয়দের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে খুলনায় পাঠানোর পরামর্শ দেওয়া হলেও আর্থিক অভাবের কারণে তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে সে ডাঃ শেখ ফয়সালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

গফ্ফারের মা ফতেমা বেগম সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালত নং ০১-এ একটি মামলা দায়ের করেছেন। মামলায় দণ্ডবিধির ৩২৩/৩০৭/৫১১/১১৪/৫০৬(২) ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বাদী আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আবেদন করেছেন এবং ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024