|
Date: 2022-12-06 16:56:36 |
ডিজিটাল কার্যক্রম সম্পর্কে প্রতিদিন আমাদের প্রয়োজনের স্বার্থে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা গ্রহণ করতে হয়। যদি এমন হতো দপ্তরগুলো আমাদের সেবা প্রদানের জন্য নিজেরাই চলে আসতো। ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এ চিন্তার বাস্তব প্রতিফলন দেখা যাবে।
জেলা প্রশাসন, নোয়াখালীর আয়োজনে আগামী ০৭ ও ০৮ ডিসেম্বর, রোজ বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২’ অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় যে সেবাসমূহ থাকছে, পাসপোর্ট অধিদপ্তর, বিআরটিএ, পল্লীবিদ্যুৎ, উপজেলা ভূমি অফিস , পুলিশ সুপারের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ নোয়াখালী জেলার ৩০ টির অধিক সরকারি অফিস সরাসরি তাদের ডিজিটাল সেবার কথা জানাবেন এবং মেলায় সেবা প্রদান করবেন।
সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, গাবুয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেবা এবং তাদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি অবহিত করবেন।
ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টার এবং উদ্যোক্তাগণ সরাসরি মেলায় বিভিন্ন সেবা প্রদান করবেন।
প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ডিজিটাল কনটেন্ট প্রদর্শন করবেন।
এছাড়াও একশপ, ই-কমার্স প্লাটফর্মে সেবা প্রদান সহ বিভিন্ন ডিজিটাল সেবার প্রদর্শনী রয়েছে।
স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন দপ্তরের ডিজিটাল সেবার সাথে পরিচিত হতে এবং মেলা থেকে সরাসরি বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সকলের জন্য উন্মুক্ত।
© Deshchitro 2024