
রাজবাড়ীতে মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার ।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের সাবেক মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা বেগম (৪২) কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলো, উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ার ইউনুছ শেখের স্ত্রী নাজমা বেগম।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তাকে পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়া থেকে রাতে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়,গত ৪আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর গুলি বর্ষণ সহ নানা ধরনের অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা চালায়। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন গুরুতরে আহত হয়। এই ঘটনায় গত ১০ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো: শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল এন্ড কলেজের ছাত্র শরিফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান,অভিযান চালিয়ে মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে রাজবাড়ি বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।