|
Date: 2025-02-19 19:34:05 |
জন্মের সাথে সাথেই প্রত্যেকটি মানুষের মৃত্যুর যাত্রা শুরু হয়। আর শেষ নিঃশ্বাসেই তা সমাপ্তি হয়। কিন্তু কিছু কিছু মৃত্যু মানুষের টনক নড়ে ওঠার মতোই।
তেমনই একজন মানুষ ছিলেন রাইহান রানু। আজ দুপুর ১২টায় সিলেটের একটি হাসপাতালে (হার্টঅ্যাটাক-সম্ভবত) ইন্তেকাল করেন। খুবই অল্প বয়স থেকে বিয়ানীবাজারে নিজের ব্যবসায় জড়িয়ে পরেন। পাশাপাশি, বড়লেখার বর্ণি'তে খালাতো ভাইদের অর্থায়নে মোঃ ছমির উদ্দিন ও লেচু বেগম হাফিজিয়া মাদরাসা নির্মান করেন। প্রায় ৪-৫বছর থেকে এতিম ও অসহায় শিশুদের ইসলামী শিক্ষায় গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। মাদরাসা থেকে প্রতি বছর রামাদানে দারুন ক্বেরাত ও বিশাল বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকেন।
এছাড়াও তিনি পরিবেশ প্রেমী এ্যাওয়ার্ড প্রাপ্ত সামাজিক সংগঠন সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর এর একজন উপদেষ্ঠা। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তিনি বিভিন্ন দুর্যোগে সমাজের মানুষের পাশে থাকতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।
মহান রাব্বুল আল-আমীন তাহার জীবনের সকল পাপকর্ম মোচন করে জান্নাতের উচ্চতম মাকাম দান করুন। আমিন।
© Deshchitro 2024