সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি ও থানা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহাগ হোসেন (৩৮) কে ১৯ ফেব্রুয়ারি বুধবার বেলা ৩ টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।


জানা গেছে, ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের সবুর ঢালীর পুত্র ও সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহাগ হোসেনকে বুধবার সাতক্ষীরা সদর থানার অপারেশন ইন্সপেক্টর সুশান্ত কুমারের নেতৃত্বে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই ইসমাইল হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বালিথা এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ঘের দখল, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে বলে পুলিশ জানিয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024