রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রহিম উদ্দিন ভরসা কলেজ মাঠে সম্মেলন শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
উপজেলার ৯ইউনিয়নের ৬৩৯ ভোটের মধ্যে ছাতা প্রতীক নিয়ে ৩৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা, মোমবাতি প্রতীক নিয়ে ৩১৬ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজির হোসেন, ফুটবল প্রতীক নিয়ে ৩৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ, দোয়াত কলম প্রতীক নিয়ে ২৩০ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তালাচাবি প্রতীক নিয়ে ৩৬৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে প্রথম স্থান অধিকার করেন জুয়েল হোসেন মন্ডল ও দ্বিতীয় স্থানে আব্দুস সালাম আজাদ জুয়েল।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন আহবায়ক লিটন পারভেজ, সদস্য ফজলুর রহমান বাদল, মইন উদ্দিন ও রাজিব চৌধুরী। সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা ও মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান সহ আরও অনেকে।‘ 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024